![গোবিন্দগঞ্জে রিপোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা অনুষ্টিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/foram-abnews_24_136969.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ), ২৬ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা ঘোড়াঘাট রোড থানা মসজিদ সংলগ্ন ফোরাম কার্যালয়ে অনুষ্টিত হয়।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু , সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম , দপ্তর সম্পাদক কালামানিক দেব , প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত , কার্যকরী সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ , নুর আলম আকন্দ , মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে গুরুত্বপুর্ণ কয়েকটি সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এনকে