![ক্ষেতলালে ছেলের কোদালের আঘাতে মা নিহত: ছেলে আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/joypurhat@abnews_136970.jpg)
জয়পুরহাট, ২৬ এপ্রিল, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামে পলাশ হোসেন (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে মা রিজিয়া খাতুন নিহত হয়েছে। নিহত রিজিয়া খাতুন সাগরামপুর পাইকপাড়া গ্রামের বাদশা আলীর স্ত্রী।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন ছেলে পলাশ তার মার কাছে নেশা করার জন্য সিগারেট চায়। মা রিজিয়া খাতুন সিগারেট দিতে অস্বীকার করলে পাশে থাকা কোদাল দিয়ে মায়ের ঘারে এবং মাথায় আঘাত করে। এসময় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে পুলিশ ছেলে পলাশকে আটক করে থানায় নিয়ে আসে।
এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর