![আড়াইহাজারে মেয়েকে হত্যা: ৩ জনের নামে মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/mamla_abnews_24_136972.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ২৬ এপ্রিল, এবিনিউজ : যৌতুকের দাবীকৃত টাকা সময় মত পরিশোধ না করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে কানিজ ফাতেমা নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মেয়েকে হত্যার অভিযোগ এনে মা খাদিজা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এরা হলেন ফাতেমার স্বামী জাইদুল ওরফে জাহিদ, ভাই নাজমুল এবং তার স্ত্রী সুমী।
পুলিশ মামলার প্রধান আসামি জাহিদককে গ্রেফতার করেছেন। সে পুরিন্দা এলাকার নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ থেকে পাওয়া তথ্য মতে, নারায়ণগঞ্জের রুপগঞ্জের বাইল্লা এলাকার কামাল ভূঁইয়ার মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে ৫ বছর আগে আড়াইহাজারের পুরিন্দা এলাকার নুরুল ইসলামের ছেলে জাইদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে বিভিন্ন সময় কানিজের ওপর নির্যাতন করা হতো।
সর্বশেষ গতকাল বুধবার সন্ধ্যায় এক লাখ টাকা যৌতুকের দাবী করে ফের মারপিট করে। পরে বিষয়টি কানিজ ফাতেমা তার দাদা মহসিন ভূঁইয়ার ফোনে অবহিত করেন। পরে তিনি টাকা নিয়ে ওরনা হন। ততক্ষণে আহত অবস্থায় ফাতেমাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আড়াইহাজার থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজ জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
এবিএন/হাকিম ভূইয়ান/জসিম/এনকে