
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ২৬ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংস্পূর্ণ। কৃষকের জন্য সার ও বীজসহ নানা প্রণোদনা দেওয়া হচ্ছে।
সরকারের প্রচেষ্ঠায় মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে এসেছে। অর্থনীতির চাকা স্বচল করা হয়েছে। যেখানে এক সময় ৪০ থেকে ৪৩ ভাগ দারিদ্র্য সীমা ছিল, সেখানে ২৩ ভাগে কমিয়ে আনা হয়েছে।
নারীদের জন্য দেশে ব্যাপক কর্মযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। নারীদের ভাতা ও শিক্ষার্থীদের উপবৃভিত্তি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার দিকে ধাবিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুরিন্দা কে এম ছাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিদ্যালয় চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ম্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারজানা রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউএনও সুরাইয়া খান, ডাক্তার সায়মা আফরোজ ইভা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোমান, আড়াইহাজার পৌসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা, থানা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ ও থানা তরুণ লীগের সভাপতি এইচ এম জাকির প্রমুখ।
এবিএন/হাকিম ভূইয়ান/জসিম/এনকে