![সিরাজগঞ্জে সাড়ে ৪শ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সওজ বিভাগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sirajgonj@abnews_136978.jpg)
সিরাজগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জ সওজ বিভাগের ২দিনের উচ্ছেদ অভিযানে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের উভয়ধারে প্রায় সাড়ে ৪শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্তসিরাজগঞ্জ পৌর এলাকার কাজিপুর মোড় ও রেলগেট এলাকায় এই অভিযান চালানো হয়। এ অভিযানে একাধিক নির্বাহী মেজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।
রেলগেট এলাকায় ট্রাক ও মাইকোবাস ট্যার্মিনালে উচ্ছেদ অভিযান চালানো সময় পুলিশ ও শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে কমপক্ষে ৩জন সরকারী কর্মচারীসহ ৭ জন আহত হয়েছেন। সকল বাধা উপেক্ষা করে ওই ট্যার্মিনালে কমপক্ষে ২০/২৫টি অবৈধ স্থাপনা বুলডোজার ও বেকু দিয়ে উচ্ছেদ করা হয়।
এর আগে কাজিপুর মোড় এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নলকা মোড় থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার সার্কেট হাউজ পর্যন্ত ওই সড়কের উভয়ধারে প্রায় ৩শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এদিকে বিভিন্ন অবৈধ স্থাপনার মালিকরা অভিযোগ করেন। কোন প্রকার নোটিশ না দিয়ে এই উচ্ছেদ অভিযান চালিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এবিষয়ে সওজ বিভাগের নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, উচ্ছেদ অভিযানে বিধিমতে অবৈধ স্থাপনা মালিকদের নোটিশ ও মাইকিং করা হয়েছে প্রায় ২সপ্তাহ আগে।
এবিএন/ এস.এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর