![সিরাজগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে ১০ লাখ টাকার বৃত্তি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sirajgonj@abnews_136979.jpg)
সিরাজগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জ জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১৩০জন মেধাবী ছাত্র-ছাত্রীকে ১০ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এই বৃত্তি প্রদান করা হয়। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ১৩০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরজাগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক স্থানীয় সরকার আবু নূর মোঃ শামসু জামান (উপ-সচিব), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু জাফর। এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম ব্যাক্তিবগ উপস্থিত ছিলেন।
এবিএন/ এস.এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর