বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে ইজিবাইক চাপায় বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জে ইজিবাইক চাপায় বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় সখিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সলঙ্গা-ধুবিল আঞ্চলিক সড়কের ঝাঐল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখিনা খাতুন ওই গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বৃদ্ধা সলঙ্গায় চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তিনি ঝাঐল ব্রীজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাখাওয়াত এইচ মেমোরিয়ার হসপিটালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/ এস.এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত