![বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/gaibandha-abnews_24_011_136982.jpg)
গাইবান্ধা, ২৬ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনঃউদ্ধারে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া হাবীব জিমের সভাপতিত্বে শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামন থেকে বের হবার চেষ্টা করলে পুলিশী বাধার সম্মুখীন হয়। পরে সেখানেই একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক সহ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তারা অচিরেই দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে