![গাইবান্ধায় চাঁদা না দেয়ায় পুকুরে বিষ প্রয়োগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/gaibandha-abnews_24_02_136983.jpg)
গাইবান্ধা, ২৬ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের শিং মাছের পোনা ক্ষতি সাধন করা হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর নেকিরভিটা গ্রামে গাইবান্ধা শহরের ব্রিজ রোডের সোয়েব হক্কানী ১২ শতক জমির পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন।
ওই এলাকার প্রভাবশালী মৃত ছমেদ উদ্দিন চৌকিদারের ছেলে সিদ্দিক চৌকিদার মাছ চাষ করার জন্য সোয়েব হক্কানীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সিদ্দিক চৌকিদার একই গ্রামের সফিউলের ছেলে মো. জালালের সহযোগিতায় মঙ্গলবার রাতে সোয়েব হক্কানীর পুকুরে বিষ প্রয়োগ করে।
এতে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের শিং মাছের ৬ ইঞ্চি পরিমাণের পোনা মাছ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় বুধবার রাতে সিদ্দিক চৌকিদার ও জালালের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৎস্য চাষী সোয়েব হক্কানী।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে