![মেলান্দহে বজ্রপাতে ২জনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/death_abnews_24_136987.jpg)
মেলান্দহ (জামালপুর), ২৬ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে বজ্রপাতে কৃষক ফরিদুল ইসলাম (৩১) ও গৃহবধু সেনাবানু (৩২)’র মৃত্যু হয়েছে।
নিহত ফরিদ গুজামানিকা গ্রামের আ. সালামের ছেলে এবং সেনাবানু দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামের বেলাল উদ্দিনের স্ত্রী বলে জানাগেছে। এলাকাবাসি জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা ৫টার দিকে ধানকাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে ২৬ এপ্রিল বেলা ৩টার দিকে বাড়ির আঙ্গিনায় কাজ করাকালে বজ্রঘাত হন। স্থানীয়রা ইসলামপুর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এবিএন/শাহ জামাল/জসিম/এনকে