শ্রীমঙ্গল, ২৬ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলে মসজিদ মন্দিরে অনুদানের চেক বিতরন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত শ্রীমঙ্গল উপজেলার ধর্মীয় উপসনালয় সংস্কার, মেরামত ও পুনর্বাসনের জন্য এসব অনুদানের চেক বিতরন করা হয়েছে।
অাজ সকাল ১১ টায় জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. অাব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চেক বিতরন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি) মো. অাশেকুল ইসলাম, পৌর অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সালিক অাহমেদ প্রমু্খ।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলার ৫ টি মসজিদ ও ২ টি মন্দিরে ১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এনকে