বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই

শ্রীমঙ্গলে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই।

আজ বৃহস্পতিবার দুপুরে বনরুইটিকে উদ্বার করে শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনে নিয়ে অাসা হয়।

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, আজ বৃহস্পতিবার সকালে ইছবপুর গ্রামের শিমুল দেব বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব খবর পেয়ে বনরুইটি সেবা ফাউন্ডেশনে নিয়ে অাসেন।

সজল দেব জানান, বনরুইটির পিছনের পা দুটিতে কিছুটা অাঘাতপ্রাপ্ত হয়েছে।

বর্তমানে বনরুইটিকে সেবা ফাউন্ডেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শ্রীমঙ্গলের ভেটেরিনারি সার্জন ডা. অারিফ বনরুইটির চিকিৎসা করছেন বলে জানান সজল দেব।

পরিচালক সজল দেব জানান, বনরুইটি সুস্হ হলে এটিকে লাউয়াছড়া সংরক্ষিত বনে ছেড়ে দেয়া হবে।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত