শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুন্দরগঞ্জে বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সুন্দরগঞ্জে বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সুন্দরগঞ্জে বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৬ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত কাল বুধবার সন্ধ্যা ও আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর সভার উপর দিয়ে বয়ে যাওয়ার ঘন্টাব্যাপী শিলা বৃষ্টি ও কাল বৈশাখী ঝড়ও হাওয়ায় পাঁকা ও আধাপাঁকা ইরি বোর ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি হওয়ায় পাকাঁ ধান ঝড়ে পড়ে এবং ধানের গাছ নুয়ে পড়ায় কৃষকের মাথায় বাজ পড়েছে।

এছাড়া নিচু এলাকার অধিকাংশ ধানক্ষেত আংশিক ডুবে যাওয়াসহ সবজি ক্ষেত, ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঝড় হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে কাঁচা ঘর বাড়ি। তবে সরকারিভাবে এখন পর্যন্ত কোন প্রকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, কাল বৈশাখী ঝড়ে ও শিলা বৃষ্টিতে তার ইউনিয়নে রোরো ধানক্ষেতের যে পরিমান ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার মতো নয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাশেদুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড় হাওয়ায় ও শীলা বৃষ্টিতে ফসলের যে, পরিমান ক্ষতি হয়েছে তা নিরূপনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তরা মাঠ পর্যায়ে কাজ করছেন।

এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত