বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সদরপুরে ওজোপাডিকোর গ্রাহকের সমাবেশ ও মানববন্ধন

সদরপুরে ওজোপাডিকোর গ্রাহকের সমাবেশ ও মানববন্ধন

সদরপুরে ওজোপাডিকোর গ্রাহকের সমাবেশ ও মানববন্ধন

সদরপুর (ফরিদপুর), ২৬ এপ্রিল, এবিনিউজ : পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ওজোপাডিকো) সঞ্চালন লাইন বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সামনে সদরপুর,ভাষানচর ও ঢেউখালী ইউনিয়নের প্রায় হাজার বিদ্যুৎ গ্রাহক এ কর্মসূচি পালন করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে প্রায় ৩শ’ গ্রাহক একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ৫নং ভাষান ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারী।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ওজোপাডিকো আমাদের সেবা দিচ্ছে। হঠাৎ কেনো পল্লী বিদ্যুতে স্থানান্তর করা হবে আমরা জানিনা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন স্থানান্তর করা হলে আমরা আন্দোলনে নামবো। স্ব স্ব জায়গায় থাকুক এটাই আমাদের দাবি।

বিদ্যুৎ গ্রাহক সৈয়দ আমীর হোসেন বলেন, আমরা সাধারণ মানুষ। আমরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের সেবা পাচ্ছি। আমাদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে লাইন দিয়ে দিচ্ছে। আমরা এই লাইনের জন্যে সামনে আরও আন্দোলনে যাবো।

আরেক গ্রাহক ভাষানচর ইউনিয়নের মজিদ মৃধা জানান, আমরা কৃষক পরিবার আমাদের ফসল ফলানের জন্যে ফসলী জমিতে গভীর নলকূপ স্থাপন করেছি। শত শত বিঘা জমিতে ইরি,বোরোসহ অন্য ধানের চাষ হয়। বিদ্যুতের কোনো সমস্যা আমরা পাইনা। যদি পল্লী বিদ্যুতে এই লাইন দিয়ে দেওয়া হয় তাহলে আমরা ভালোভাবে এর সেবা নাও পেতে পারি। এতে ফসল উৎপাদনে অনেক সমস্যা দাঁড়াবে।

গ্রাহক মো. সাব্বির হাসান জানান, সদরপুরের ৩টি ও ভাঙ্গার ২টি মোট ৫টি ইউনিয়নে ওজোপাডিকো সঠিকভাবে সেবা প্রদান করছে। যদি বিদ্যুৎ কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতের অধীনে লাইন হস্তান্তর করে তাহলে আমাদের কৃষকের যেমন সমস্যা হবে সাথে আমরা দৈনন্দিন জীবনে বিদ্যুতের এরকম সেবা নাও পেতে পারি। একটি কোম্পানীর নিকট গ্রাহকরা জিম্মি হলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে গ্রাহক।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,সদরপুর উপজেলা ওজোপাডিকোর আওতাভুক্ত। প্রতিষ্ঠানটির সঞ্চালন অঞ্চলে সদরপুর, ভাষানচর, ঢেউখালী, ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ও মানিকদাহ এই পাঁচটি ইউনিয়নে ১০ হাজার গ্রাহক রয়েছে।

ওজোপাডিকো সদরপুরের প্রকৌশলী আলীমুজ্জামান বলেন, সদরপুর ও ভাঙ্গার পাঁচটি ইউনিয়নের গ্রাহকদের পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করা হবে বলে গুঞ্জন শুনতে পাচ্ছি। তবে এ ব্যাপারে সরকারি কোনো আদেশ পাইনি।

সমাবেশ সর্ম্পকে তিনি বলেন, গ্রাহকরা সমাবেশ করছে আমরা জানতে পেরেছি এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারছিনা।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত