![জমে থাকা পানিতে বিদ্যুতের তার: প্রাণ গেল বাবা-ছেলের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/electric-shock-abn_137000.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : দশ বছরের শিশু আরমান নিজেদের বাসার সামনে খোলা জায়গায় বল নিয়ে খেলছিল। বলটা এক কোণে জমে থাকা পানিতে পড়ে যায়। তা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। খবর শুনে দ্রুত ছুটে যান শিশুটির বাবা আবদুল হান্নান (৫০)। আরমানকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর শেখদি এলাকায় ওই ঘটনা ঘটে।
দ্রুত উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল ৫টার দিকে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হান্নান ও আরমানকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা রাসেল জানান, আবদুল হান্নান রাজমিস্ত্রির কাজ করেন। তার ছেলে আরমান বল নিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পানি জমে থাকা একটি জায়গায় পড়ে। বলটি তুলতে গিয়েই এ ঘটনা ঘটে। সম্ভবত বিদ্যুতের কোনো তার ছিঁড়ে জমে থাকা পানিতে পড়েছিল। এতেই ওই পানি বিদ্যুতায়িত হয়ে যায়।
এসআই বাচ্চু মিয়া জানান, উভয়ের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
এবিএন/জনি/জসিম/জেডি