![শেরপুরে হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে পরামর্শ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sova_abnews_137001.jpg)
শেরপুর (বগুড়া), ২৬ এপ্রিল, এবিনিউজ : শেরপুর উপজেলায় হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে পরামর্শসভা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
শাপলা হিজড়া এমএসএম উন্নয়ন সংগঠন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার কাউন্সিলর ও আ.লীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববি।
এতে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসললাম, শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল।
আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু, পৌরসভার মহিলা কাউন্সিলর লায়লা আরজুমান লিলি, আঞ্জুয়ারা বেগম, ফরিদা বেগম, যুবলীগ নেতা ওমর ফারুক, শরিফ উদ্দিন ফরিদ, কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে নানা দিক তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি অবহেলিত এই জনগোষ্ঠিকে সামনের দিকে এগিয়ে নিতে পরিকল্পনামাফিক কাজ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি