সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রিয়া বড়–য়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস.আই) আবদুল মোতালেব।

অন্যদিকে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত বৃদ্ধ মীর হোসেনের (৫০) মৃত্যুর খবর নিশ্চিত করেন সীতাকুন্ড সৈয়দপুর ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় মীর হোসেনের।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস.আই) আবদুল মোতালেব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রিকশায় চড়ে সাদা অ্যাপ্রোন পরা ছাত্রীটি কলেজে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে সে রিকশা থেকে পড়ে যায়।

পরে তাকে চাকার নিচে পৃষ্টে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রিয়ার।

এস.আই মোতালেব কলেজছাত্রীর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি চালকসহ আটক করা হয়েছে।

এদিকে সীতাকুন্ড সৈয়দপুর ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম জানিয়েছেন গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পন্হিশাহ মাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত বৃদ্ধ মীর হোসেন (৫০) মারা গেছে। চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

নিহত বৃদ্ধ সীতাকুন্ড সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখিল গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত