![দেবহাটায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sova_abnews_137005.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল, এবিনিউজ : দেবহাটায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দেবহাটা সাংগঠনিক অফিসের আয়োজনে আজ বৃহষ্পতিবার বিকেল ৪টায় পারুলিয়াস্থ নিজস্ব অফিস মিলনায়তনে কর্মী ও ব্যবসা উন্নয়ন সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দেবহাটা সাংগঠনিক অফিসের ইনচার্জ মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এসইভিপি খুলনা বিভাগের আলহাজ¦ মোস্তফা জামান হামিদী স্বাধীন।
বিশেষ অতিথি ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভিপি সাতক্ষীরা জোন এন্ড সার্ভিস সেন্টার আব্দুল মান্নান।
সভায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী ও ব্যবসা উন্নয়ন বিষয়ে বক্তারা আলোকপাত করেন এবং লাইফ ইন্স্যুরেন্সের সুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে তাগিদ দেন।
সভায় ভাল কর্ম দক্ষতার জন্য নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামসহ ৫ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উক্ত লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন এলাকার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/এমসি