![পাইকগাছায় আইনজীবীদের সাথে এমপি নুরুল হকের মতবিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/paikgacha_abnews_24_137006.jpg)
পাইকগাছা (খুলনা), ২৬ এপ্রিল, এবিনিউজ : পাইকগাছায় আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মো. নূরুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এ্যাড. পংকজ কুমার ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ তৈয়েব হোসেন নূরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এ্যাড. জিএ সবুর, শেখ লোকমান হোসেন, টিএম মহিউদ্দীন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিপ্লব কান্তি বৈদ্য, সমীর কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার ঘোষ, ইদ্রিসুর রহমান মন্টু, শেখ আব্দুর রশিদ, শফিকুল ইসলাম কচি, পিয্যুষ কান্তি সরকার, চিত্তরঞ্জন সরকার, অজিত কুমার মন্ডল, অরুণ জ্যোতি মন্ডল, সেলিনা আক্তার, রেখা রানী বিশ্বাস ও সাইদুর রহমান মিঠু।
সভায় আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন, আমরা পাইকগাছা-কয়রার মানুষ এতিম নই যে বহিরাগত কাউকে প্রার্থী করতে হবে। উপকূলীয় এ জনপদে যে জন্মগ্রহণ করেছেন, কাঁদামাটি মেখেই যার বেড়ে ওঠা, এ জনপদের এমন কোন স্থান নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি।
সাধারণ মানুষকে নিয়ে যার রাজনীতি, উন্নয়নের রূপকার হিসাবে যিনি পরিচিত আগামী নির্বাচনে আমরা তাকেই আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে দেখতে চাই। এমন মানুষকে পুনরায় এমপি হিসাবে নির্বাচিত করতে যা কিছু করার দরকার আইনজীবীদের পক্ষ থেকে সবকিছুই করা হবে উল্লেখ করে বক্তারা আদালত ও আইনজীবী সমিতির উন্নয়নে এমপি’র নিকট বিভিন্ন দাবী তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি নূরুল হক বলেন, আমি ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাচিত এলাকা পাইকগাছার কাশিমনগর হতে কয়রার গোলখালী ও তেলিখালী হতে চাঁদখালী পর্যন্ত রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, স্কুল-কলেজ সহ অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছি। এলাকার এমন কোন জায়গা নাই যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোয়া নাই।
এ এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যা বাস্তবায়ন হলে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচিত এলাকার কোন রাস্তা কাঁচা থাকবে না উল্লেখ করে তিনি পাইকগাছা-কয়রায় যুগ্ম জজ আদালত স্থাপন, ২টি পুরাতন আদালত ভবনকে ৪ তলায় উন্নীত করণ সহ পর্যায়ক্রমে আইনজীবীদের সকল দাবী পূরণ করা হবে বলে আশস্ত করেন।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে ‘মা’ বলে ডাকি। প্রয়োজনে এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সহায়তা চাইবো। এর আগে সভার শুরুতেই আইনজীবী সমিতির পক্ষ থেকে এমপি নূরুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এনকে