বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : একে তো রানের পাহাড় (২০৫) গড়ার পরেও হার, এর ওপর আবার শাস্তি। আইপিএলে কাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু। চলতি আইপিএলে অবশ্য এই প্রথমবার মন্থর ওভার রেটের মুখে পড়ল বেঙ্গালুরু।

ঘরের মাঠে ২০৫ রান করেও চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে কোহলির দল।মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে দুই বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় চেন্নাই। চলতি আইপিএলে ছয় ম্যাচের চারটিতেই হারল বেঙ্গালুরু। জিতেছে মাত্র দুই ম্যাচে।

আইপিএলে কাল নতুন একটি রেকর্ডও হয়েছে। ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৩টি- চেন্নাইয়ের ১৭টি, বেঙ্গালুরু ১৬টি। যা এক ম্যাচে সর্বোচ্চ। গত মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলস ও গুজরাট লায়ন্সসের ম্যাচের ৩১ ছক্কা ছিল আগের রেকর্ড। গত মাসে এই রেকর্ড ছুঁয়েছিল চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত