![পাক পররাষ্ট্রমন্ত্রীকে আদালতের অযোগ্য ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/khawaja-asif_137010.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির আদালত। সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট থাকার কারণে সংবিধানের ৬২ অনুচ্ছেদের একটি ধারার আওতায় ইসলামাবাদ হাইকোর্ট আজ বৃহস্পতিবার খাজা আসিফের বিরুদ্ধে এ রায় দিয়েছে।
আদালতের তিন সদস্যের একটি বেঞ্চ রায় ঘোষণা করে বলেছে, ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আসিফ প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ছিলেন না। এ রায়ের একটি কপি জাতীয় সংসদের স্পিকার এবং একটি কপি নির্বাচন কমিশনকে দেয়ার নির্দেশনা দিয়েছে আদালত।
খাজা আসিফকে অযোগ্য ঘোষণা করায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের জন্য আরেকটি বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে আদালত আজীবনের জন্য দলের প্রধান নওয়াজ শরীফকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সমর্থকরা উল্লাস প্রকাশ করে স্লোগান দিয়েছেন। এদিকে, খাজা আসিফ রায়কে চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কখনো নিজের ওয়ার্ক পারমিটের কথা তিনি গোপন করেন নি।
এবিএন/জনি/জসিম/জেডি