![শ্রীমঙ্গলে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/current_abnews_137014.jpg)
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলে নতুন করে ১০০ পরিবারকে বিদ্যুৎ সেবার আওতায় আনা হয়েছে। উপজেলার সিন্দুরখান ইউনিয়নের অাসলাম পুঞ্জি ও কাইলিন পুঞ্জির ১০০ পরিবারের মধ্যে অাজ অানুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়েছে।
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.অাব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে অানুষ্ঠানিক সুইচ টিপে দুটি পুঞ্জির বিদ্যুতায়নের শুভ উদ্ধোধন করেন।
এ উপলক্ষে অায়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিন্দুরখান ইউপি চেয়ারম্যান অাবদুল্লাহ অাল হেলাল। উপস্হিত ছিলেন পৌর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু প্রমুখ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) জানান, ৬০ লাখ টাকা ব্যায়ে ৩ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মা করে দুটি পুঞ্জির ১০০ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এমসি