![তামিমের ‘উপহার’ পেয়ে আপ্লুত রুমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/tamim_137015.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : আগামী ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রুমানা-সালমারা। কিন্তু এই সফরের আগে একটি সমস্যায় পড়েন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ।
কারণ, তার নতুন দুইটি ব্যাট চুরি হয়ে গেছে। চলতি বছরে উইমেন্স বিগ ব্যাশ লিগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন রুমানা আহমেদ। সেখানে একটি অস্ট্রেলিয়ান স্পোর্টস আউটলেট থেকে তিনি এই দুইটি ব্যাট পেয়েছিলেন।
বিসিবি থেকে খুব বেশি বেতন পান না রুমানারা। অধিনায়ক হিসেবে তিনি পান ৩০ হাজার টাকা। সে দিয়ে না হয় ব্যাট কেনা যাবে, কিন্তু দেশে ভালো ব্যাট মেলার সম্ভাবনা খুবই কম। আর সে কারণেই প্রমীলা দলের অধিনায়ক শরণাপন্ন হলেন তামিমের। কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনোভাবে কি একটা ব্যাটের ব্যবস্থা করে দেওয়া যায়?
জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান যে সিংহহৃদয়ের, সেটা সবারই জানা। তাঁর চাওয়াটার সব সময় থাকে কোনো না কোনোভাবে সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেখানে তাঁর দেশের নারী দলের অধিনায়ক ব্যাট ছাড়া একটা সিরিজ খেলতে যাবে, এটা কীভাবে মানেন তামিম? কথাটা জানার মাত্র ১৫ মিনিটের মধ্যেই রুমানার জন্য ব্যাট নিয়ে হোম অব ক্রিকেটে চলে এলেন তিনি।
তবে রুমানার বোধ হয় চমকানোর আরেকটু বাকি ছিল। তামিমকে প্রশ্ন করেছিলেন, ‘আমাকে কত টাকা দিতে হবে এই ব্যাটের জন্য?’ রুমানার অমন প্রশ্নে বোধ হয় তার চেয়েও বেশি চমকেছিলেন তামিম, একটু লজ্জাও বোধ হয় পেয়েছিলেন। সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘কী? কোনো টাকা দিতে হবে না। এটা আপনার জন্য উপহার।’
শুধু রুমানাকে সহায়তা করেই থামছেন না তামিম, দাঁড়াতে চান পুরো প্রমীলা দলের পাশেই। জানিয়ে দিয়েছেন মহিলা দলের দল নায়িকাকে, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফিরুন। আপনার পুরো দলের জন্য স্পন্সরের ব্যবস্থা করছি আমি।’
ব্যাট দেখে প্রথমে চোখটা চকচক করে উঠেছিল রুমানার। তামিমের সঙ্গে সাক্ষাতের শেষটায় নারী অধিনায়কের চোখজোড়া ছলছল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এবিএন/জনি/জসিম/জেডি