![ধুনটে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sova_abnews_137022.jpg)
ধুনট (বগুড়া), ২৬ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার লক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, যুগ্ম-সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, গোসাইবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশিদ।
অঅরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম সরওয়ার, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি আব্দুল বারিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাতে ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল ইন্তেকাল করেন। এ কারণে গত ২১ মার্চ ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি