শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

উলিপুরে বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ, আহত ৫

উলিপুরে বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ, আহত ৫

উলিপুর (কুড়িগ্রাম), ২৬ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক অসহায় বাক প্রতিবন্ধী পরিবারের লোকজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।

দুর্বৃত্তরা বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে, মামলা নং ২৭/১৫৭।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নাওড়া গ্রামের সহিম উদ্দিনের পূত্র মোস্তাফা মিয়া (২৮) এর সংগে একই গ্রামের আ. কাদেরের পূত্র জাহিদুল ইসলাম (৩৬) গং দের সাথে দীর্ঘদিন থেকে জমা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ২০ এপ্রিল (শুক্রবার) সকালে জাহিদুল ইসলাম (৩৬), জামির আলীর পূত্র বদিয়ার রহমান (৪০), মহুর আলীর পূত্র রশিদুল সহ তাদের সংঘবদ্ধ দলটি অসহায় পরিবারের বসতবাড়ি ভাংচুর করাসহ গো-খাদ্যে অগ্নি সংযোগ করে ভস্মিভুত করে দেয়। এতেও দূবৃত্বরা ক্ষান্ত হয়নি।

তারা গত ২১ এপ্রিল (শনিবার) বেলা ১১টার দিকে জাহিদুল ইসলামের সংঘবদ্ধ দলটি দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোস্তাফার বাড়িতে আবারও হামলাচালিয়ে বাড়িঘর ভাংচুর ও দুই ভরি স্বর্ণের অলংকার ২টি গরু, ৫টি ছাগল, গোলার ধান, হাসমুরগীসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় নিরীহ পরিবারটি উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ধরার প্রক্রিয়া চলছে।

এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত