![দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/debhata_137026.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল, এবিনিউজ : দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন।
আজ বৃহষ্পতিবার বিকেলে তিনি দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনির নিকট থেকে এই দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা- ১ শাখা এর ১৯ এপ্রিল ২০১৮ তারিখের ৪৬.৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪.৬০৩ নং প্রজ্ঞাপন এবং উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত এর ধারা ১৩(খ)(২) উপ-ধারা ১ অনুসারে মাহবুব আলম খোকন দায়িত্বভার গ্রহণ করেন।
যার স্মারক নং- উপকা/দেব/সাত/২০১৮-১৩৫।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/এমসি