শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ

ঝিনাইদহ, ২৬ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করনীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুরে এইড ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে এইড।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেন, এইডের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, প্রকল্প সমন্বয়কারী আশরাফুল হক, প্রকল্প কর্মকর্তা এমরান হাসান, মাঠ সহায়ক নাজনীন সুলতানা, আয়াতুল্লাহ।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা। এসময় নির্যাতিত কয়েকজন নারী উপস্থিত থেকে তাদের নির্যাতনের বর্ণনা দেন।

বক্তারা নারী ও শিশুদের শারিরীক, মানসিক নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত