বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে ২ বছর ধরে এসিল্যান্ড পদ শূন্যের অভিযোগ

দুর্গাপুরে ২ বছর ধরে এসিল্যান্ড পদ শূন্যের অভিযোগ

দুর্গাপুরে ২ বছর ধরে এসিল্যান্ড পদ শূন্যের অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা), ২৬ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ প্রায় দুই বছর ধরে শূন্য থাকায় গ্রাহক ভোগান্তি চরমে উঠেছে।

এ নিয়ে আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুর রশীদ বর্তমানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসেবে থাকলেও নানাবিধ দাপ্তরিক কাজ ও বিভিন্ন পরিদর্শনের কারনে তেমন সময় দিতে না পারায় গ্রাহক ভোগান্তি সহ উপজেলা ভূমি অফিসের কার্যক্রম নানাভাবে ব্যাহত হচ্ছে।

জানাগেছে, প্রতিদিন দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার ০৭টি ইউনিয়নের শত শত মানুষ জমির খাজনা খারিজ, মিসকেস করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে উপজেলা ভূমি অফিসে যান। প্রায় দুই বছর ধরে এ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকায় উপজেলাবাসী এসব কাজে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা সময় মতো খাজনা খারিজ করতে না পারায় অনেক ক্ষেত্রে তারা জমি বিক্রিও করতে পারছেন না।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যা নিরসন করাও সম্ভব হচ্ছে না। সেই সাথে এ পদ শূন্য থাকায় সরকারের ভূমি উন্নয়ন বাবদ কর আদায়ও ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা জানান, জমির খাজনা খারিজের মাধ্যমে প্রতি বছর মোটা অঙ্কের ভূমি উন্নয়ন কর আদায় হয়।

কিন্তু দীর্ঘদিন দুর্গাপুরে সহকারী কমিশনার (ভূমি) না থাকার কারণে খাজনা খারিজ আদায়, তুলনামুলক কম হওয়ায় সরকার ভূমি উন্নয়ন করের মোটা অংশের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে জনসাধারণ জমিজমা সংক্রান্ত কাজ সম্পাদন করতে না পারায় সাধারণ গ্রাহক সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, আমার কাজের শত কাজ থাকা সত্বেও সাধারণ গ্রাহকদের কথা ভেবে ভূমি সংক্রান্ত কাজে সময় দেই, তবে এ উপজেলায় একজন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ এর বিষয়ে বার বার উদ্ধতন কর্তৃপক্ষের কাছে বলার পরও কোন কাজ হচ্ছে না।

এবিএন/তোবারক হোসেন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত