
ফুলবাড়ী (দিনাজপুর), ২৬ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র জলপাইতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কালিমন্দির মাঠে ২৯ বডার গার্ড ব্যাটালিয়ান ও ২৮ ভারতীয় বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আওতায় জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিমন্দির মাঠে বিজিবি-বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে আগত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনিছুর রহমান ও ফুলবাড়ী ২৯ বিজিবি’র লে. কর্ণেল এসএম রেজাউর রহমান, (পিএসসি)।
প্রতিযোগিতা ভলিবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনিসুর রহমান, ভারতীয় বিএসএফ এর রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডি আই জি টিজি সিমতি।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র লেঃ কর্ণেল এসএম রেজাউর রহমান, (পিএসসি) ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৮ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট এসকে মিসরা। প্রীতি ভলিবল খেলায় ভারতীয় দল ২.০ পেয়ে বিজয়ী হন।
এসময় উপস্থিত ছিলেন ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর লে. কর্ণেল মো. রাশেদ মোহাম্মদ আনিসুল হক, এসি, ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক মেজর মোঃ শহিদুল্লাহ্ ভূঁইয়া, ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেজর মাশরুফ এস এ রুমী, ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সাইদুর রহমান, ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এসএম সুবেদার মোঃ আবুল খায়ের।
ভারতীয় বিএসএফ এর মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় ৪১ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট কে কে মজুমদার, ১৯৯ বি.এস.এফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিএস নেগী, ১৯৯ বিএসএফ এর টুআইসি এইচ এস ইয়াদব।
প্রীতি ভলিবল খেলা শেষে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনিছুর রহমান, ও বিজিবির ২৯ ব্যাটালিয়নের লে. কর্ণেল এস এম রেজাউর রহমান পি.এসসি, ভারতীয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে ভারতীয় বিএসএফ এর রায়গঞ্জ সেক্টর কমান্ড্যান্ট ডিআইজি টিজি সিমতি’র উপস্থিতিতে বাংলাদেশের বিজিবির খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে ভারতীয় বিএসএফ এর রায়গঞ্জ সেক্টর কমান্ড্যান্ট ডিআইজি টিজি সিমতি বাংলাদেশের দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনিসুর রহমান ও ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এসএম রেজাউর রহমান পিএসসি’র হাতে শুভেচ্ছা পুরুষ্কার তুলেদেন।
এই প্রীতি ভলিবল খেলাটি অত্র এলাকার সীমান্তবর্তী বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সম্পর্ক আরও সুসংহত, সুদৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ করবে। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি আরও শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে সকলেই এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতি ভলিবল খেলাটি উপভোগ করার জন্য এলাকার প্রায় ২ হাজার স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া ২৯ বিজিবি’র কর্মকর্তা, সৈনিকগণ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি