শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ময়মনসিংহে সাংবাদিক সমাজের মানবববন্ধন ও সমাবেশ

ময়মনসিংহে সাংবাদিক সমাজের মানবববন্ধন ও সমাবেশ

ময়মনসিংহে সাংবাদিক সমাজের মানবববন্ধন ও সমাবেশ

ময়মনসিংহ, ২৬ এপ্রিল, এবিনিউজ : একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রুপার ওপর লন্ডনে হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের প্রতিবাদসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে ময়মনসিংহে।

ময়মনসিংহের ক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করে স্থানীয় সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবারের এই কর্মসূচীতে গণমাধ্যম কর্মী ও মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে ব্রিটেনের মত সভ্য দেশে দিনে দুপুরে ফারজানা রূপার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয় এবং হামলাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনে ব্রিটেন সরকারের প্রতি আহবান জানান হয়।

কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন কভার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফারজানা রুপা ও একাত্তর টেলিভিশনের সংবাদ টিম লন্ডনে গিয়ে গত ২০ এপ্রিল সন্ত্রাসী হামলার শিকার হন।

একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও বাসস এর স্থানীয় প্রতিনিধি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, দৈনিক স্বদেশ সংবাদের সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক খবরের ময়মনসিংহ প্রতিনিধি এএইচএম মোতালেব, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক রবীন্দ্র নাথ পাল, বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রব ও ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ মানবববন্ধন ও সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত