![দেবহাটায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/woman_abnews_137035.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল, এবিনিউজ : দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের দ্বারা ১ মহিলাসহ ২ জন আহত হয়েছে। আহত ঐ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা টিকেট সুবর্নাবাদ গ্রামের মৃত ভদ্রেশ^র মন্ডলের ছেলে কানাই মন্ডল ও তার অন্যান্য শরিকদারদের সাথে পাশর্^বর্তী মৃত সুধার মন্ডলের ছেলে কেশব মন্ডল, কেশব মন্ডলের ছেলে শংকর মন্ডল, হ্নদয় মন্ডলের ছেলে মৃনাল মন্ডল, মৃত অর্জুন মন্ডলের ছেলে সূর্যকান্ত মন্ডল, সূর্যকান্তের ভাই ওয়ার্ড সভাপতি হ্নদয় মন্ডল ও মৃত সন্তোষ মন্ডলের ছেলে বাজী মন্ডলের সাথে দীর্ঘ ৪ বছরের বেশী সময় তাদের বাড়ি ও ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে কানাই মন্ডল, তার বোন বিভা মন্ডল, ভাই বরুন মন্ডল ও অরুন মন্ডলের স্ত্রী রীনা মন্ডল তাদের জমিতে গেলে কেশব মন্ডল গং তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিভা, তার ভাই কানাই আহত হয়। প্রতিপক্ষের মারপিটে বিভা মারাত্মক আহত হলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কানাই মন্ডল জানান, তিনি ঘটনার পরবর্তীতে আজ বৃহষ্পতিবারেই নিজে বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের নামে দেবহাটা থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার জিডি নং- ১০৯৭, তাং- ২৬-০৪-২০১৮ ইং।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/এমসি