বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নাসিরনগর উপজেলা মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা

নাসিরনগর উপজেলা মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৬ এপ্রিল, এবিনিউজ : জেলার নাসিরনগর উপজেলা মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্হানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এ, টি,এম মনিরুজ্জামান সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।

বক্তব্য রাখেন চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান মো. বাহার উদ্দিন, গোর্কণ ইউপি চেয়ারম্যান মো. হাসান খান, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।

আরো বক্তব্য রাখেন চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন আহমেদ পারভেজ, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মো. আজহারুল হক, নাসিরনগর সদর চেয়ারম্যান, পুর্বভাগ ইউনিয়ন চেয়ারম্যান, হরিপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান প্রমূখ।

সভায় চেয়ারম্যান, কর্মকর্তা ও আইন-শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। সভায় মদ, গাঁজা, ইয়াবা ব্যবসায়ী ও চোর ডাকাত ও অপরাধীদের তালিকা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, নাসিরনগর উপজেলায় প্রকৃত অপরাধীদের নাম ঠিকানা জানাবেন আমি ও থানার পুলিশ সংগে সংগে ব্যবস্থা, যারা জানাবেন তার গোপনীয়তা রক্ষা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার বলেন, আমাকে আপনারা সকলে সহযোগিতা করলে নাসিরনগর মদ, গাঁজা, ইয়াবা, চোর, ডাকাতসহ সকল অপরাধ নির্মূল করতে সক্ষম হব।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত