বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
সভাপতি জুলফিকার, সম্পাদক আছাদুল

কয়রা বাজার ব্যবসায়ি কমিটির নির্বাচন সম্পন্ন

কয়রা বাজার ব্যবসায়ি কমিটির নির্বাচন সম্পন্ন

কয়রা (খুলনা), ২৬ এপ্রিল, এবিনিউজ : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত কয়রা বাজার ব্যবসায়ি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পল্লী উন্নয়ন ভবনে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মেসার্স কুমকুম ফাম্মেসীর সত্বাধিকারী সরদার জুলফিকার আলম ছাতা প্রতিকে ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মিজানুর রহমান কোহিনুর হরিণ প্রতিকে ১৬২ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো. নজরুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতিকে ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ইকবাল হোসেন মই প্রতিতে ২৯৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মো. আছাদুল ইসলাম কলস প্রতিকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি এসএম বিল্লাল হোসেন চেয়ার প্রতিকে ২২২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আজিজুল ইসলাম তালাচাবি প্রতিকে ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মনজুর হাসান জুয়েল জাহাজ প্রতিকে ২৪৭ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম আম প্রতিকে ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি কোহিনুর আলম ২৩৬ ভোট পেয়েছেন।

সাধারণ সদস্য পদে ৪ জন যথাক্রমে নুর হাসান মোরগ প্রতিকে ৩৪৫, মাজেদুল মোমিন টিউবওয়েল প্রতিকে ৩১৪, ননী গোপাল সাইকেল প্রতিকে ২৩৩, এবং মোঃ অব্দুল্লাহ তীর ধনুক প্রতিকে ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা পল্লী উন্নয়ন ভবনে রির্টানিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক, প্রিজাইডিং অফিসার পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ইদ্রিস আলী, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, এসআই রাজিউল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ ভোটাররা উপস্থিত ছিলেন।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত