![সাঘাটায় উন্মুক্ত বাজেট ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sova_abnews_137045.jpg)
সাঘাটা (গাইবান্ধা), ২৬ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদের ২০১৮/১৯ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১শ’ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সাঘাটা ইউপি সচিব রবিউল হাসান। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, সাবেক ইউপি সদস্য আইয়ুব হোসেন, ইউপি সদস্য মাজদার রহমান, সামছুল হক প্রমুখ।
উল্লেখ্য, উক্ত বাজেটে ১ কোটি ৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত ২১ হাজার ১শ’ টাকা।
এবিএন/আসাদ খন্দকার/জসিম/এমসি