শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডোমারে প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন

ডোমারে প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন

ডোমার (নীলফামারী), ২৬ এপ্রিল, এবিনিউজ : নীলফামারীর ডোমারে পাগলা বাজার থেকে বোড়াগাড়ী ব্রীজ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে রাস্তার কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক মনুর আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান তোফায়েল আহমেদ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে ডোমার বাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

সড়ক ও জনপথ বিভাগের নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর রহমান জানান, প্রায় এককোটি টাকা ব্যায়ে বোড়াগাড়ী ব্রীজ থেকে দোর সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার করা হবে।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত