রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস পালিত

চবি, ২৬ এপ্রিল, এবিনিউজ : ডিএনএ দিবস ২০১৮ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি পালিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি ও আলোচনা সভা, পোস্টার কন্টেস্ট, কুইজ কন্টেস্ট ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

উপাচার্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিবস উদযাপন করার উদ্যোগ নেয়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকবৃন্দসহ সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মানবদেহসহ জীব-জন্তু, গাছ-পালা ইত্যাদির সঠিক ক্লু আবিস্কার করতে ডিএনএ পদ্ধতি অত্যন্ত কার্যকর এবং নির্ভরযোগ্য মাধ্যম।

তিনি আরো বলেন, এ ডিএনএ-এর মাধ্যমে জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে এবং এর ফলে মানুষ সঠিক দিক নির্দেশনা খুঁজে পায়।

উপাচার্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত পঠন-পাঠনের মাধ্যমে এ সম্পর্কিত বিষয়ে অধিকতর চর্চা ও গবেষণা করে মানবকল্যাণে ভূমিকা রাখার আহবান জানিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ড. এস.এম. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

অনুষ্ঠানে উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত