শেরপুর (বগুড়া), ২৬ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর পৌরসভার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোজাফ্ফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৈত্রির নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুধির কুমার পাল, শেরপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুল গফুর, সহকারী শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাল্য বিয়ের কুফল ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনা বৃদ্ধিকল্পে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। এতে বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি