![পরিধি বাড়ছে টি-টেন লিগের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/afridi.abnews24_137054.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : ভারতীয় উপমহাদেশ সহ ক্রিকেট বিশ্ব এখন ভাসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনায়। অন্যদিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রস্তাব করেছে প্রতি ইনিংসে ১০০ বলের নতুন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের। আর সংযুক্ত আরব আমিরাতে টি-টেন ক্রিকেট লিগ ঘোষণা করেছে টুর্নামেন্টের পরিধি বাড়ানোর। গেল বছরের ডিসেম্বরে এই লিগের প্রথম আসর বসে। বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তাই দুইটি দল বাড়ছে এই লিগে। পরিণত হচ্ছে দশদিনের টুর্নামেন্টে।
বর্তমান বিশ্বের অনেক রথী-মহারথীর মতোই বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান অংশ নিয়েছিলেন টি-টেন লিগের প্রথম আয়োজনে। ছয় দল ও চার দিনের এই টুর্নামেন্টের ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে হারিয়ে প্রথম শিরোপা জেতে সাকিবের দল কেরালা কিংস।
তবে দ্বিতীয় মৌসুমে টুর্নামেন্টটি ৮ দল ও ১০ দিনে দাঁড়াচ্ছে। দুইটি নতুন দল আসতে যাচ্ছে- পাকিস্তান ভিত্তিক করাচিয়ান্স ও ভারত ভিত্তিক নর্দার্ন ওয়ারিয়র্স। তাছাড়া টিম শ্রীলঙ্কা দলের নামেও পরিবর্তন আসছে। নতুন নাম হবে রাজস্থানি হিরোজ। এবার শুধু শ্রীলঙ্কা নয়, সারা বিশ্বের খেলোয়াড়রাই খেলবেন এই দলে।
তবে আরব আমিরাত বছরের শেষ দিকে সময়টা বেশ ব্যস্তই কাটাবে। সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ, এরপর পাকিস্তান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। অক্টোবরে আফগানিস্তান পরিমিয়ার লিগও আয়োজন করা হবে এখানে।
তবে টি-টেন লিগের সভাপতি সাজি উল মুলক এর মতে এই টুর্নামেন্টটিই সেই ব্যস্ত সময়ে সবচেয়ে জনপ্রিয় রইবে, 'আমরা আসলে কোন প্রতিদ্বন্দ্বী দেখছি না। গত শীতে একমাত্র টি-টেন টুর্নামেন্টেই মাঠ ভরা ছিল।' সূত্র : ক্রিকইনফো।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি