বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা, ২৬ এপ্রিল, এবিনিউজ : সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ তাতে বাধা দেয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, স্বেচ্ছাসেবক দলের রুবেল মিয়া, ছাত্রদল জেলা সভাপতি জাকারিয়া আলম জিম, সহ-সভাপতি রাজিউল আলম রনি, মাহমুদুর রহমান রতন, জাকির হোসেন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক।

আরো বক্তব্য রাখেন শহিদুজ্জামান শাহীন, ইমাম হোসেন আলাল, মিজানুর রহমান নিকছন, রবিউল ইসলাম লিয়াকত, সুজন পাটোয়ারী, নীরব, রাজু মিয়া, ছোটন, আনোয়ার হোসেন, ইকবাল হাসান প্রমুখ।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত