বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে কষ্টি পাথরের থালা উদ্ধার

আশাশুনিতে কষ্টি পাথরের থালা উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা), ২৬ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে মাটি কাটার সময় মাটির নীচ থেকে একটি কালো (কষ্টি) পাথরের থালা পাওয়া গেছে।

থালাটি আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের কাছে জমা দেওয়া হয়েছে।

খরিয়াটি গ্রামে ইউনুছ আলি ইটের পাজার জন্য পাশে ভরাট হয়ে যাওয়া কপোতাক্ষ নদ থেকে জন-মজুর দিয়ে মাটি কাটাচ্ছিলেন গত ২৩ এপ্রিল। মাটি কাটার এক পর্যায়ে সেখানে একটি ৫/৬ কেজি ওজনের কালো পাথরের থালা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেটি মূল্যবান কষ্টি পাথরের।

খরিয়াটি কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমিতির সভাপতি আওছাফুর রহমান থালাটি হেফাজতে নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসে হস্তান্তর করেন।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত