![শার্শায় অস্ত্র গুলি মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/greptar_abnews_24_137064.jpg)
শার্শা (যশোর), ২৬ এপ্রিল, এবিনিউজ : শার্শার শীর্ষ সন্ত্রাসী ইয়াব আলীকে একটি পিস্তল এক রাউন্ড গুলি ও ২শ’ পিস ইয়াবা সহ আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটককৃত ইয়াব আলীর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক আইনে এক ডজনের ও বেশি মামলা রয়েছে। সে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের বাসিন্দা।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াব আলী গোগা এলাকায় মাদক ও অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে।
এ সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এস আই আনোয়ার সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, ইয়াব আলী শার্শা ও বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী। সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করে আসছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা থাকা সত্যেও আটক হয়নি।
কারন তার পিছনে সর্ব সময় ব্যাকিং দিয়েছে বেনাপোলের গডফাদার রুপি শীর্ষ এক রাজনৈতিক ব্যক্তি।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এনকে