![১৩২ রানে থেমে যায় সাকিবের হায়দরাবাদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/sakib.abnews24_137069.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : ২৭ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান আর মনিশ পান্ডে। সাকিব ২৮ রান করে আউট হয়ে গেলেও মূলত এই জুটির ওপর ভর করেই মোটামুটি লড়াই করার মতো পুঁজি পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৩২ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে হায়দরাবাদ। দলের খাতায় ১ রান উঠতেই শূন্য করে অঙ্কিত রাজপুতের শিকার হন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১১ রান করে শেখর ধাওয়ান তার দ্বিতীয় শিকার। ঋদ্ধিমান সাহাকে ৬ রানে সাজঘর দেখিয়ে হায়দরাবাদকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিলেন ডানহাতি এই পেসার।
এমন সময়ে দলের হাল ধরেন সাকিব আর মনিশ। চতুর্থ উইকেটে তারা গড়েন ৫২ রানের গুরুত্বপূর্ণ এক জুটি। ২৯ বলে ৩ বাউন্ডারিতে ২৮ রান করে মুজিব উর রহমানের শিকার হন সাকিব।
তবে মনিশ পান্ডে হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৫১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রান করে আউট হন তিনি। শেষদিকে ইউসুফ পাঠান করেন ১৯ বলে অপরাজিত ২১ রান।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি