![শ্রীমঙ্গলে চা শ্রমিক খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/khun-abnews_24_137073.jpg)
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের উপরটিলা নামক স্হানে এ ঘটনা ঘটে। নিহত চা শ্রমিকের নাম প্রধান বাউড়ি( ৫০) । সে মৃত নগেন্দ্র বাউড়ির ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ জসিম জানান, কথা কাটাকাটির জের ধরে পাশের বাড়ির রঞ্জিত বাউড়ি ছুরফি দিয়ে প্রধান বাউড়ির বুকে অাঘাত করলে প্রধান বাউড়ি গুরুতর জখম হয়। সাথে সাথে তাকে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে পুলিশ ঘাতক রঞ্জিত বাউড়িকে গ্রেফতার করেছে।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এনকে