বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

১০ জন নিয়ে আর্সেনালকে জিততে দেয়নি আতলেতিকো

১০ জন নিয়ে আর্সেনালকে জিততে দেয়নি আতলেতিকো

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে নিজেদের মাঠে জিততে পারেনি আর্সেনাল। ১-১ গোলের ড্র করেছে আর্সেন ভেঙ্গারের দল।

এ ড্রয়ের ফলে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছে আর্সেনাল। নিজেদের মাঠে গোলশূন্য ড্র করলেও ফাইনালে উঠবে স্পেনের দল আতলেতিকো।

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের ১০ মিনিটে বড় ধাক্কা খায় আতলেতিকো মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আতলেতিকোর ক্রোয়েশিয়ান ডিফেন্ডার শিমে ভারসালকো। ১৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় আর্সেনালের। ড্যানি ওয়েলব্যাকের বাড়ানো বলে মিডফিল্ডার জ্যাক উইলশায়ারের নেওয়া হেড সোজা গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। প্রথমার্ধের বাকিটা সময় বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা আর্সেনালকে আটকে রাখতে পারে আতলেতিকোর ডিফেন্স।

৬১তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় আর্সেনালের। বাঁ দিক থেকে উইলশায়ারের বাড়ানো ক্রসে লাকাজেতের নেওয়া হেড ঠিকানা খুঁজে পায়। ৬ মিনিট পর লাকাজেতের বাড়ানো বলে ওয়েলব্যাক টোকা দিতে ব্যর্থ হওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি। পিছিয়ে পড়া আতলেতিকো ৮২তম মিনিটে সমতায় ফেরে অ্যান্থনি গ্রিজমানের গোলে। লরাঁ কোসিয়েনলির ভুলের সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি চেষ্টা করেছিলেন কিন্তু গ্রিজমানের শট ফেরাতে পারেননি।

আগামী বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে আতলেতিকোর মাঠে মুখোমুখি হবে দুই দল।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত