বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় স্বাস্থ্য ক্লিনিকের মেঝে থেকে বেরিয়ে আসছে শত শত সাপ

ভোলায় স্বাস্থ্য ক্লিনিকের মেঝে থেকে বেরিয়ে আসছে শত শত সাপ

ভোলায় স্বাস্থ্য ক্লিনিকের মেঝে থেকে বেরিয়ে আসছে শত শত সাপ

ভোলা, ২৭ এপ্রিল, এবিনিউজ : দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় একটি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের মেঝে থেকে শত শত বিষধর সাপ বের হওয়ার পর কর্তৃপক্ষ ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক।

ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের বাসিন্দারা বলছেন, পাঙ্গাশিয়া কেরামতিয়া কমিউনিটি ক্লিনিকের আশপাশ থেকে তারা গত কয়েকদিনে কয়েকশ বিষধর সাপ এবং সাপের বাচ্চা হত্যা করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ জানান, গত কয়েক সপ্তাহ ধরে ক্লিনিকটির ভেতরে ও বাইরে সাপের আনাগোনা দেখার পর তারা ভবনটি বন্ধ করতে বাধ্য হন এবং অন্যত্র স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা করেন। ক্লিনিকের ভেতরে কার্বলিক অ্যসিড ছিটিয়ে দেয়া হয়েছে।

ক্লিনিকটির মেঝের নিচে বড় ধরনের সাপের বাসা রয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

এলাকাবাসীদের উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কিছু বড় সাপ এখনো মারা সম্ভব হয়নি। তাই ক্লিনিকের আশেপাশের এলাকায় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

খবর বিবিসি বাংলা

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত