![উড়োজাহাজে ত্রুটি : অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/rahul_137092.jpg)
ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : অল্পের জন্য প্রাণে বেঁচে গেলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
আজ শুক্রবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তাকে বহনকারী একটি উড়োজাহাজ। সৌভাগ্যক্রমে পাইলট উড়োজাহাজটিকে অবতরণ করাতে সক্ষম হন।
বিধানসভা ভোটের প্রচারে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ২০ নাগাদ হুবলি রওনা হন রাহুল। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরো চার নেতা। পৌনে ১১টা নাগাদ তাকে বহনকারী উড়োজাহাজটিতে দেখা দেয় গন্ডগোল। জোরালো একটা শব্দের পরে অটো পাইলট বিকল হয়ে নিচে পড়তে থাকে রাহুলের উড়োজাহাজ। ২-৩ মিনিটের জন্য রাডার থেকেও মুছে গিয়েছিল সেটি। তিনবারের চেষ্টায় হুবলি বিমানবন্দরে নামে উড়োজাহাজটি।
ডিজিসিএ জানিয়েছে, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেছেন পাইলট। এ ধরনের ঘটনা ‘অস্বাভাবিক নয়’।
কংগ্রেস সভাপতির উড়ন্ত উড়োজাহাজে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর সামনে আসার পরেই শোরগোল পড়েছে ভারতজুড়ে। এ গোলযোগ ‘পরিকল্পিত’ কি না, তা খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস।
দলীয় সূত্রের দাবি, ঘটনার পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে যোগাযোগ করা হয়েছে। রাহুলের সঙ্গে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদি।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, এসপিজির নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তির উড়ানের আগে পাইলট এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়া হয় ডিজিসিএ এবং এসপিজির কাছে। তারা ছাড়পত্র দিলেই উড়ান পরিকল্পনা চূড়ান্ত হয়। আমাদের আশা, কর্নাটক পুলিশ এবং ডিজিসিএর ডিজিরা তদন্ত করে জানাবেন, এ ঘটনায় কোনো ব্যক্তির হাত ছিল কি না।
সূত্র : আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া
এবিএন/সাদিক/জসিম