শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাতে কলকাতার বিপক্ষে মাঠে নামবে দিল্লি

রাতে কলকাতার বিপক্ষে মাঠে নামবে দিল্লি

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : বলা যায় একেবারে খাদের কিনারে আছে দিল্লি ডেয়ারডেভিলস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে তারা আছে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের অবস্থানে। সরে দাঁড়িয়েছেন তাদের নিয়মিত অধিনায়ক গৌতম গম্ভির। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দিন বদলের চেষ্টায় শুক্রবার মাঠে নামছে তারা। ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে দিল্লি। জয় পেয়েছে মাত্র একটিতে। এই মৌসুমেই কলকাতার সাবেক অধিনায়ক যোগ দেন দিল্লিতে। তবে তার নেতৃত্বে ব্যর্থতার হার অনেক বেশি। তাছাড়া ব্যাট হাতেও অনুজ্জ্বল গম্ভির। প্রথম ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলার পর বলার মত কোন স্কোর নেই তার। তাই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন বাকি ম্যাচগুলোর জন্য কোন পারিশ্রমিক না নেওয়ারও। তবে এমন ব্যাটিং ফর্ম নিয়ে কলকাতার বিপক্ষে ম্যাচে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তার জায়গায় আসতে পারেন নিউজিল্যান্ডের বিগ হিটার কলিন মুনরো।

অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বর স্থানে আছে কলকাতা। তাছাড়া এবারের আসরে দিল্লির সাথে প্রথম সাক্ষাতে ৭১ রানের বড় ব্যবধানে জিতেছিল দলটি। আন্দ্রে রাসেলের ১২ বলে ৪১ রানের ইনিংসে ভর করে ২০০ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ১২৯ রানেই অল আউট হয় দিল্লি। সুতরাং আত্মবিশ্বাসটা কলকাতারই বেশি থাকবে।

তবে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখতে শেষ আট ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দিল্লির জন্য। চাপ থেকে অনুপ্রাণিত হয়ে দলটি যদি ভাল কিছু করতে পারে তবে সামনে আরো রোমাঞ্চই ছড়াবে আইপিএল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত