![সাপাহারে বাগানের ১২২ টি আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/sapahar-mango-tree_137111.jpg)
সাপাহার (নওগাঁ) , ২৭ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে ১২২ টি আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার খোদ্দনালী (পোকরাহার) গ্রামের কৃষক ইউনুস আলী খোদ্দনালী মৌজায় একটি জমি ১২ বছরের জন্য লীজ নিয়ে ৩৮০ টি আম গাছ লাগিয়ে বাগান তৈরী করে। গতকাল বৃহস্পতিবার সকালে বাগানের ১২২ টি আম গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/ নয়ন বাবু/জসিম/নির্ঝর