![আফগানিস্তানে সেনা অভিযানে ৬ তালেবান জঙ্গি নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/afgan_137113.jpg)
ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : পূর্ব আফগানিস্তান প্রদেশের নানগারহার এলাকায় তালেবান জঙ্গিঘাঁটিতে বিশেষ সেনা অভিযানে ৬ ত লেবান জঙ্গি নিহত হয়েছে।
প্রদেশিক সরকার আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রদেশটির খগিয়ানি জেলার এডওয়ার এলাকাতে আক্রমন পরিচালনাকালে জারিন নামের তালেবান বোমা বিশেষজ্ঞ নিহত হয়। একজন আহত ও অপর দুজনকে আটক করা হয়।’
সেনা অভিযানকালে কোন সেনা সদস্য আহত হননি। অভিযানের সময় সেনারা একে-৪৭ রাইফেল, ৫টি বন্দুকের ম্যাগাজিন, টেলিকমিউনিকেশন রেডিও, বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করতে সক্ষম হয়।
এবিএন/সাদিক/জসিম