বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি জানিয়েছে দুই কোরিয়া

পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি জানিয়েছে দুই কোরিয়া

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি জানিয়েছে দুই কোরিয়া। এখন থেকে কোরীয় দ্বীপে আর কোনো যুদ্ধ হবে না। এখান থেকেই শান্তির নতুন সূচনা হলো।

আজ শুক্রবার সকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন অসামরিক সীমান্ত এলাকায় বৈঠকে বসার পার বিকেলে এই চুক্তির ঘোষণা আসে

যৌথ এক বিবৃতিতে দুই কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি জানিয়েছেন দুই কোরিয়ার প্রেসিডেন্ট। তারা কোরীয় দ্বীপে একসঙ্গে কাজ করার প্রতিও সম্মতি জানান।

পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি জানিয়েছে দুই কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান এক বিবৃতিতে বলেন, ‘কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা নিয়ে আন্তরিক ও খোলামেলা আলোচনা করেছেন দুই শীর্ষ নেতা।’

১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর থেকে যে সামরিক রেখা এই উপদ্বীপকে বিভক্ত করে রেখেছে, উত্তর কোরিয়ার প্রথম নেতা হিসেবে ওই রেখা পেরিয়ে দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন কিম জং-উন। সেখানে তাকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা-ইন।

পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি জানিয়েছে দুই কোরিয়া

আজ সকালে শুরু হওয়া বৈঠকের ছবিতে দেখা যায়, মুন ও কিম কৌতুক করছেন এবং একসঙ্গে হেঁটে যাচ্ছেন। এরপর একটি নীল ফুটওভার ব্রিজে বসে খোশগল্পে মেতে ওঠেন তারা। সে সময় তাদের আশেপাশে আর কেউ ছিল না। গাছের ছায়ার নিচে চা পান করতে করতে দু'জনকে বেশ অন্তরঙ্গভাবে আলাপ করতে দেখা যায়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দুই দেশের সম্পর্ক চূড়ান্ত তিক্ততায় পৌঁছেছিল। উত্তরের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত